প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১২:৪৬ পি.এম
দেবহাটার কোমরপুর ইছামতীর সীমান্তে বাঁধ জুয়ারের চাপে ভেঙ্গে গ্রামগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা

আবুল হাসান, স্টাফ রিপোর্টার
৮ই নভেম্বর শনিবার বিকালে দেবহাটা উপজেলায় ইছামতি নদীর ভাঙ্গন প্রবণ এলাকা কোমরপুরে ভেড়িবাধ সংস্কার কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন, ভাঙ্গণের নিকটতম ভুক্তভোগীরা।হঠাৎ অতিরিক্ত জুয়ারের পানির ঢেওয়ায়ে সামান্য বাঁধটী ভেঙে কয়েক শত গ্রাম প্লাবিত হওয়ার আশাম্কা রয়েছে।
ভুক্তভোগীরা তাদের ক্ষোভের কথা উপস্থিত সরকারি কতৃপক্ষের সামনে যেয়ে বলেন। দ্রত্য ব্যবস্থার জন্য প্রচেষ্টা করা হবে বলে স্থানীয়দের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।বাঁধভাঙ্গণের নিকটে স্থানীয়দের প্রতিনিয়োত খোঁজ খবর নেওয়ার ব্যাপারে পারুলিয়া ইউপি সদস্য ফরহদ হোসেন হিরা।ইউপি সদস্যের গ্রামের ভাঙ্গণের থেকে কয়েকগজ দুরাত্ব। তাড়াহুড়ার মধ্যে দিয়ে বাঁধগুলো যেমন তেমন করে না দেওয়ার লক্ষে সচেতন মহলের পক্ষে উদ্ধাত্বন কতৃপক্ষের কাছে দাবী।

Design and Developed by: Manobadhikar IT