প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:১৫ এ.এম
বিএনপির প্রার্থী সা চিং প্রু জেরীর সাথে লামা মহিলা নেতৃবৃন্দের সাক্ষাৎ

মো: ইনতাজ হোসেন, লামা (বান্দরবান) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম ঘোষণার পর, (৫ নভেম্বর) বুধবার লামা উপজেলা ও পৌর বিএনপির মহিলা দল নেতৃবৃন্দের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে লামা উপজেলা ও পৌর বিএনপির মহিলা নেতৃবৃন্দ সাচিং প্রু জেরীকে আসন্ন নির্বাচনে তাহার প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বান্দরবানের এই গুরুত্বপূর্ণ আসনে সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় মহিলা নেত্রীবৃন্দ।বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, সাচিং প্রু জেরীর মতো জনপ্রিয় ও পরীক্ষিত নেতার মনোনয়ন বান্দরবানে বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় অর্জনের পথকে প্রশস্ত করবে।

Design and Developed by: Manobadhikar IT