প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৮:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:২৭ এ.এম
হবিগঞ্জের রাজনীতিতে নতূন মোড়,বি এন পিতে যোগদান করলেন রেজ কিবরিয়া

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি
বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এর পর থেকে নির্বাচনী এলাকা বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে নতুন আলোচনা। এই আলোচনার কেন্দ্রবিন্দু ড. রেজা কিবরিয়া ও বিএনপির সাবেক এমপি শেখ সুজাত। দুজনের মধ্যে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন। এ নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিস্ময় ও কৌতূহল বিরাজ করছে এই আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত এবার বিএনপির মনোনয়ন পাবেন, এমনটা প্রত্যাশা ছিল তার কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। তবে হঠাৎ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান ও নির্বাচনী ঘোষণায় বদলে যাচ্ছে সমীকরণ। শেখ সুজাতের কর্মীরা বলছেন–শেখ সুজাত বিএনপির নিবেদিতপ্রাণ। তিনি ন্যায়পরায়ণ ও এলাকার উন্নয়ন প্রশ্নে বেশ আন্তরিক।
সর্ববিষয় বিবেচনা করে শেখ সুজাত বিএনপির মনোনয়ন পাবেন। এদিকে রেজা কিবরিয়ার সমর্থকদের ধারণা, রেজা কিবরিয়া ধানের শীষে মনোনয়ন পেলে নির্বাচিত হবেন এবং তার বাবার আদর্শ ধারণ করে এলাকার মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়।
সম্প্রতি জেলার ৩টি আসনে বিএনপি মনোনয়ন দিলেও ওই আসনটি ফাঁকা রেখেছে দলটি। ফলে ওই আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন ড. রেজা কিবরিয়া এমন আলোচনাই এখন সর্বত্র। এর আগে গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি। রেজা কিবরিয়া সাংসদ হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন তার কর্মী, সমর্থক। তিনি এলাকায় ক্লিন ইমেজ এর লোক।

Design and Developed by: Manobadhikar IT