
লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল
মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩৬২ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ নভেম্বর সকালে মধুপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র আল কোরআন ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসোসিয়েশনের
সভাপতি মোজাফফর আলী আকন্দের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুস সালাম , শিক্ষানুরাগী এম রতন হায়দার , মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিশির , মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর- নবী শিহাব , এ পরিক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ৩৬২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এ বেসরকারি বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০০৯ জন। বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকগণ।
Reporter Name 




















