প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১২:০২ পি.এম
ছাতকে সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন মিলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

অজিত কুমার দাশ, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত নেতা কলিমউদ্দিন মিলন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
৯ই নভেম্বর শনিবার বিকেলে ছাতক শহরের বাগবাড়িস্থ তার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলিমউদ্দিন মিলন বলেন, “সংবাদকর্মী ও রাজনৈতিক কর্মীদের মূল কাজ হলো সমাজ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতা পেলে এ আসনটি আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সুনামগঞ্জ-৫ আসনের সকল অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করব। পাশাপাশি বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে যুগান্তকারী পরিবর্তন, এবং নদী খননসহ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফলুল করিম বকুল, পৌর বিএনপির আহবায়ক সামসুর রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলিমউদ্দিন মিলন বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি জনসেবাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখতে চাই।”

Design and Developed by: Manobadhikar IT