সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এম.এম. গউছ।
ফয়সল বলেন,নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য, বেকারত্ব এবং যোগাযোগ খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটানো হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।যা অতীতেও আমি করেছি।বেকারত্ব দূর করে যুব সমাজকে এগিয়ে নিতে হবে। অপরাধ মুক্ত সমাজ গড়তে হবে। যুবকরা আগামীর ভবিষ্যত।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মানুষ আজ পরিবর্তন চায়—সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।সভায় শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন, পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
