
মোঃ ওয়াজ কুরনী, দিনাজপুর প্রতিনিধি
সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্য আন্দোলন চলমান রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্ম বিরতি পালন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি থাকলেও কর্ম বিরতি পালন করতে দেখা গেছে।
উপজেলার বোয়ালদাড় ও ছাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুর রহমান ও মোঃ রেজাউল করিম বলেন, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের ৩ দফা আদায়ের লক্ষ্য আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনরত শিক্ষকদের ওপরে পুলিশের হামলা, লাঠি চার্জ ও শিক্ষক নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি ও ৩ দফা দাবি আদায়ের লক্ষ্য হাকিমপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত থাকলেও কর্ম বিরতি সফল ভাবে পালন করা হয়েছে।
কোকতাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক নার্গিস পারভীন বলেন, সহকারী শিক্ষকদেরব ১০ গ্রেড এটা আমাদের দীর্ঘ দিনের দাবি। এই দাবি সহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্য কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিদ্যালয়ে উপস্থিত আছি কিন্তু কর্ম বিরতি পালন করতেছি। হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের ৩ দফা দাবি (দশম গ্রেড প্রদান, শতভাগ পদন্নোতি ও ১০-১৬ বছরে টাইমস্কেল) আন্দোলন চলমান রয়েছে। গত ৮ নভেম্বর ঢাকা শহরে আন্দোলনরত শিক্ষকদের ওপরে পুলিশ হামলা চালায়।
সে হামলায় গাইবান্ধার আবুল কাশেম মৃত্যু বরণ করেন এবং সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি গুরুতর আহত হয়েছে এবং শিক্ষক নেতাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়া ও শিক্ষক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক উপস্থিত থাকলেও কর্ম বিরতি সফল ভাবে পালন করা হয়েছে। উল্লেখ, পৌর শহরের বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সহ ক্লাসের কার্যক্রম চালু থাকতে দেখা গেছে।
Reporter Name 




















