
মোঃ তানভীর আল তামিম খাঁন, স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অভিযানে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭/১১/২০২৫ ইং তারিখ সকাল ০৬.৪৫ ঘটিকায় চেকপোষ্ট পরিচালনা করে নাটোর জেলার নাটোর থানাধীন বনবেলঘরিয়া বাইপাস মোড়ে ঢাকা টু রাজশাহী গামী মহাসড়করে উপর এবং বনবেলঘরিয়া এলাকার নারায়নপাড়া কবরস্থানরে সামনে ঢাকা টু রাজশাহী গামী মহাসড়করে উপর হতে ধৃত আসামী ০১। মোঃ ইসমাইল মিয়া (২৬), পিতা-মোঃ মুর্শিদ মিয়া, মাতা-মোছাঃ নূর বাহার বেগম, , থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ০২। মোঃ তারেক আহম্মেদ সুমন(২৬), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-মোছাঃ তাসলিমা বেগম, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ । ০৩ । মোঃ আবু হানজালা (২১), পিতা- মোঃ আব্দুল রাকিব, মাতা-মোছাঃ সেরিনা খাতুন, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ,০৪। মোঃ পারভেজ আলী(২২), পিতা-মোঃ আব্দুল কাদের, মাতা-মোছাঃ পারভীন খাতুন থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ গণকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।
Reporter Name 























