মারুফ আহমদ হৃদয়, বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে পুলিশের উদ্যোগে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় (৮ নভেম্বর ২০২৫) আজিমগন্জবাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ কর্মকর্তারা উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠানে আজিমগন্জ বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সুজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সহ সাধারাণ সম্পাদক নাদের আহমদ ও যুব নেতা জাহিদুল ইসলাম জাহিদের যৌথ সঞ্চালনায় ও বনিক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এর কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। তিনি বলেন, বৈঠক ও বিট পুলিশিং-এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। তিনি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় তিনি বিশেষভাবে মাদক, ডাকাতি, পারিবারিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, আপনার বাচ্চা ফোনে কার সাথে ফোন আলাপ করে কার সাথে মিশে এদিকে খেয়াল রাখবেন। কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন,
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। যদি উপজেলা পর্যায়ে পুলিশ আপনাদের সেবা দিতে না পারে তাহলে আমাকে বলবেন কুলাউড়া সার্কেল। আমি যদি সেবা না দিতে পারি তাহলে জেলা এসপি স্যার আছেন আপনাদের সেবা নিশ্চিত করতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়লেখা থানার পুলিশ তদন্ত পরিদর্শক হাবিবুর রহমান, সুজানগর বিট অফিসার এস আই সুব্রত চন্দ দাস ও এস আই সুলতান আহমদ। বিশেষ অতিথি, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নচিব আলী (সাবেক চেয়ারম্যান), সুজানগরর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি বাবুল আহমেদ, সহ সভাপতি বাচিত আহমদ,সাধারাণ সম্পাদক রহিম বক্ত মুসা,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সুজানগর ইউনিয়ন জামাত শাখার আমির সরফ উদ্দীন, উপজেলা শ্রমিক ফেডারেশন এর সভাপতি দেলওয়ার আহমদ, সুজানগর ইউনিয়ন বিএনপি সহ সাধারান সম্পাদক আনোয়ার হোসেন, আজিমগন্জ বনিক সমিতির সহ সাধারাণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, সুজানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য মারুফ আহমদ হৃদয়সহ, থানার বিভিন্ন কর্মকর্তা, ফোর্স সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।