
তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুর ভার্চুয়াল ব্র্যান্ডিং স্টাটেজি জোন (VBSZ)-এর উদ্যোগে ১০০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কোষাধ্যক্ষ মো. আবু তাহের এবং ছাত্রদল নেতা মো. নয়ন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন VBSZ-এর সুপারভাইজার মো. মিলন। সহায়তায় ছিলেন ইন্টার্ন সহকারী বিকি, মোছা.নাহিন ও মো.আরিফ প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “VBSZ যে মানবিক উদ্যোগ হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। যারা সমাজসেবায় এগিয়ে আসে, তারা সমাজের মুখ উজ্জ্বল করে।” বিশেষ অতিথিরাও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।পরে অতিথিবৃন্দ ১০০ জন উপকারভোগীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।স্থানীয়ভাবে এ উদ্যোগ সামাজিক সচেতনতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
Reporter Name 




















