
সোহরাব হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি
নওগাঁর, নিয়ামতপুরে – আজ, ০৯-নভেম্বর ২০২৫ রবিবারে ,তল্লা গ্রামের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু মমতা(১১) হত্যা প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ জানাতে একত্রিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা ও হত্যাকাণ্ডে দিন দিন বৃদ্ধি পাওয়ায় সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। তারা সরকারের কাছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।
তল্লা ,বদলপুর ,বেলগাপুর,ও ভাত কুন্ডু ,এ ছাড়া ও আরো বিভিন্ন গ্রাম স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আজকের এই মানববন্ধনে একটি ক্ষোভ ও প্রতিবাদের প্রকাশ করেন।
শিশুদের হত্যা, নির্যাতন, নিখোঁজ হওয়ার মতো ঘটনা আমাদের সমাজে প্রতিদিন ঘটে চলেছে। আমাদের দাবি একটাই, শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় , বেলগাপুর উচ্চ বিদ্যালয়, বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজ, বালাতৈড় উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও তল্লা গ্রাম সহ আরো বিভিন্ন গ্রামের , স্কুল ,কলেজ, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিশুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা শিশু মমতা (১১) হত্যার বিচারব্যবস্থা দ্রুততর করার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা সরকারের কাছে আরও বেশি নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং তদারকি কার্যক্রম বাড়ানোর দাবি জানান।মানববন্ধনে অংশগ্রহণকারী তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা লতা আক্তার বলেন, “শিশু হত্যা, নির্যাতন বা নিখোঁজ হওয়া, কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের সমাজে প্রতিটি শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”এই মানববন্ধনটি সারা দেশে শিশুদের নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং আইনগত পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে এলাকাবাস।
Reporter Name 




















