Dhaka 6:26 am, Friday, 9 January 2026

আলীকদমে ইটভাটায় বন বিভাগের হানা: ২০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

  • Reporter Name
  • Update Time : 03:19:31 pm, Monday, 5 January 2026
  • 132 Time View
নিজস্ব প্রতিবেদক,মোহাম্মদ সুমন  আলীকদম 
বান্দরবানের আলীকদমে ইটভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত এফবিএম (FBM) নামক একটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আনুমানিক ৫টার সময় তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পান বাজার বিট কর্মকর্তা রেজাউল করিম – স্পেশাল টিমের  কর্মকর্তা (ওসি) রনি ও লতিফের নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ টহল দল ওই ইটভাটায় ঝটিকা অভিযান চালায়। এসময় ইট পোড়ানোর জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ দেখতে পায় বন কর্মকর্তারা। পরে সেখান থেকে প্রায় ২০০০ ঘনফুট কাঠ জব্দ করে পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয়।
অভিযানে বিশেষ টহল দলের সদস্য রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে বনজ সম্পদ ধ্বংস করে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত কাঠের বিষয়ে বন আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অবৈধভাবে কাঠ মজুতকারী ও ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বত্য অঞ্চলে পরিবেশ রক্ষায় বন বিভাগের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তিতাস গ্যাসের রক্ষণাবেক্ষণ শেষে উত্তরা অঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক

আলীকদমে ইটভাটায় বন বিভাগের হানা: ২০০০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

Update Time : 03:19:31 pm, Monday, 5 January 2026
নিজস্ব প্রতিবেদক,মোহাম্মদ সুমন  আলীকদম 
বান্দরবানের আলীকদমে ইটভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত এফবিএম (FBM) নামক একটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ হাজার ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আনুমানিক ৫টার সময় তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পান বাজার বিট কর্মকর্তা রেজাউল করিম – স্পেশাল টিমের  কর্মকর্তা (ওসি) রনি ও লতিফের নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষ টহল দল ওই ইটভাটায় ঝটিকা অভিযান চালায়। এসময় ইট পোড়ানোর জন্য মজুত করে রাখা বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ দেখতে পায় বন কর্মকর্তারা। পরে সেখান থেকে প্রায় ২০০০ ঘনফুট কাঠ জব্দ করে পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয়।
অভিযানে বিশেষ টহল দলের সদস্য রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবৈধভাবে বনজ সম্পদ ধ্বংস করে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে।”
তিনি আরও জানান, জব্দকৃত কাঠের বিষয়ে বন আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অবৈধভাবে কাঠ মজুতকারী ও ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বত্য অঞ্চলে পরিবেশ রক্ষায় বন বিভাগের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা।