
মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাব আধুনিক ভিআইপি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
“জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেযাম” এই স্লোগানে সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা খলিল উল্লাহ সাহেবের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম (আফেন্দী)। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো: ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুজ্জামান, নীলফামারী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল রিয়াজী, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমদাদুল হক (শাহী হুজুর), সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, যুব বনিয়তের সভাপতি মাওলানা মুফতি আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনে একই জোটে থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ঠাকুরগাঁও-১ আসনে জোটের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে নিজেদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ।
Reporter Name 


















