
মোঃ রুহুল আমিন, স্টাফ রিপোর্টার (নওগাঁ)
উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বদলগাছীতে দিন দিন বেড়েই চলেছে মাটি মাটার মহোৎসব।
জেলার বদলগাছী উপজেলার বিভিন্ন ইউপির গ্রামগুলোতে দিন রাতে সমানতালে মাটি কাটার মহোৎসব শুরু করেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি।
সরিজমিনে গিয়ে পাহাড়পুর ইউপির ধর্মপুর মাদ্রাসার সামনে দেখা যায়, কয়েক বিঘা জমির মাটি কেটে পুকুর খননে ব্যস্ত এক প্রভাবশালী ব্যক্তি হ্যাপি। একই ধারাবাহিকতায় মিঠাপুর ইউপির কসবা গ্রামে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন ঐ এলাকার ট্রাক্টর গাড়ি মালিক আব্দুস সালাম, ট্রাক্টর গাড়ি চালক রায়হান,হাবিল,রুবেল,চাঁনমিয়া সহ প্রমুখ।
একই দৃশ্য দেখা গেছে, উপজেলার মিঠাপুর ইউপির গন্ধবপুর গ্রামের ভালকির বিলে বিল সংস্কার নামে দিনের পর দিন মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন আক্কেলপুর উপজেলার রেজোয়ানুল মেম্বার সহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি। তারা রাত আনুমানিক ৯ টা হতে সকাল ৬ টা পর্যন্ত মাটি কেটে ইটভাটায় মাটি বিক্রি করে দিচ্ছে । মাটি ভর্তি ট্রাক্টর গুলো আবাদি ভিটার সামনে দিয়ে চলে সাথে আবাদি ফসল গুলো নষ্ট করে। ফলে কৃষকের সোনার স্বপ্ন গুলো নষ্ট করে ফেলছেন তারা বলে অভিযোগ তুলেছেন ঐ এলাকার দরিদ্র কৃষক গণ।
উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামে ২ স্পষ্ট তৈরি করে আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিবিসি ইটভাটার বিরুদ্ধে। সরিজমিনে প্রধানকুন্ডিতে রাত আনুমানিক ১২ টায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ডেচার চালক ও মাটি ঢোলাই শ্রমিকদের মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান, কোম্পানি আমাদের মাটি কাটার হুকুম দিয়েছে। কোম্পানি কে জানতে চাইলে তারা জানান, বিবিসি ইটভাটা। সরকারি ভাবে বা ভূমি অফিস থেকে কোনো অনুমতি নেওয়া আছে কিনা জানতে চাইলে তারা জানান, আমরা জানি না কোম্পানি জানে!
এ বিষয়ে জানতে চেয়ে বিবিসি ইটভাটার মালিক রুবেল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জ্বি ভাই মাটি কাটতেছি। আমি আজ বাসায় চলে এসেছি আপনাদের কিছু জানার থাকলে কাল এসে জেনে নিবেন।
৫ ই জানুয়ারি ২০২৬ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির ব্যাশপুর আরবিসি ইটভাটায় আক্কেলপুর খেকে আনা হচ্ছে মাটি। রাস্তায় মাটি পড়ে রাস্তা চলাচলে কষ্টসাধ্য হয়ে পড়েছে। যা যেকোনো সময় সড়ক দূর্ঘটনায় রূপান্তর হয়ে পড়তে পারে।
তথ্য সংগ্রহকালে উক্ত ইটভাটার ম্যানেজার আঃ হামিদের সাথে কথা বললে তিনি জানান, তিনিই কিছুই জানে না সব জানেন ভাটার মালিক।
জানতে চেয়ে আরবিসি ইটভাটার মালিক বশির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাই আমি ইটভাটা নতুন নিয়েছি, মাটির প্রয়োজন তাই মাটি আনছি। আপনার ইটভাটার পরিবেশ অধিদপ্তর সহ ইটভাটায় ইটভাটা পরিচালনার জন্য যেসকল সনদ প্রয়োজন তা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, কিছু আছে কিছু নেই।
এ বিষয়ে জানতে চেয়ে সহকারী কমিশনার( ভূমি) পলাশ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে চেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এবিষয়ে অবগত ছিলাম না তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম।দ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Reporter Name 



















