বন্যায় আশ্রয়হীনদের পুনর্বাসনে তাসরিফ খান
মোসাঃ লিপি, স্টাফ রিপোর্টার
দেশের ১২টি জেলা আক্রান্ত হয়েছিল ভয়াবহ বন্যায়। বন্যার্তদের পাশে সে সময় দাঁড়ান গায়ক তাসরিফ খান। এবার তিনি উদ্যোগ নিয়েছেন বন্যার্তদের পুনর্বাসনে। আশ্রয়হীনদের ঘর তুলে দিচ্ছেন তিনি। এরই মধ্যে দু’জনকে ঘর তুলে দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ঘরের ছবি প্রকাশ করে তিনি লেখেন, আপনাদের টাকায় আমরা পুনর্বাসনের দ্বিতীয় ঘর তৈরি করেছি আলহামদুলিল্লাহ্। এ ঘরটি দিনমজুর বারখু ভাইয়ের, যিনি ফেনীর বন্যায় সর্বস্ব হারিয়েছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।