মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে গতকাল ১৮ টন (১৮ হাজার কেজি) ইলিশ ভারত পাঠানো হয়েছে। জানা গেছে, ইলিশগুলো ছয়টি ট্রাকে করে বেনাপোল বন্দরে আনা হয়। পরে মান পরীক্ষার পর ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়। বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে ১৮ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতি দুপুরের দিকে বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে মাছ বোঝাই ছয়টি ট্রাক ভারতে প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১ হাজার ১৮০ টাকা। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- স্বর্ণালি এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ। আর ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- কলকাতার আর জে এন্টারপ্রাইজ ও আর এস এন্টারপ্রাইজ। বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, রপ্তানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১৮ মেট্রিক টন ইলিশের ছাড়পত্র দেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর বুধবারই দু’টি প্রতিষ্ঠান দু’টি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশের চালান বেনাপোলে নিয়ে আসে। কিন্তু মৎস্য অধিদপ্তরের ছাড়পত্র না থাকাই মাছের চালানটি পাঠানো সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সকালে কাগজপত্র এসে পৌঁছালে দ্রুততার সঙ্গে বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।