
মোঃ আসিফ, বিশেষ প্রতিনিধি
অদ্য ০৪/১১/২০২৫ খ্রি. ভূঞাপুর থানাধীন নিকরাইল বাজারস্থ মেসার্স আলী ট্রেডার্স এন্ড হার্ডওয়্যার স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে মর্মে সংবাদ পেলে ভূঞাপুর থানার এসআই/রুবেল মিয়া,এসআই/ইমারত হোসেন,এএসআই/চঞ্চল হোসেন সংগীয় ফোর্সসহ একটি আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হয়।
উক্ত স্থানে গিয়ে ১। মোঃ মনির খান ছদ (৪০) পিতা- মোঃ মজনু ডাক্তার, সাং- নিকরাইল বাজার (কালী মন্দিরের সাথে), ২। খঃ মন্তাজ আলী (৫৯), পিতা- মৃত খঃ মহাম্মদ আলী, সাং- রুহুলী (পশ্চিমপাড়া) এবং ৩। মোঃ রুবেল (৩৮) পিতা- আনছের মন্ডল, সাং- ২নং পূনর্বাসন, সর্ব থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইলদের অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ওজন ০২গ্রাম, মূল্য- অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা সহ যথাযথ প্রক্রিয়া শেষে আসামীদের গ্রেফতার করতঃ অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহায়তার অপরাধে উপরোল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ভূঞাপুর থানার মামলা নং- ০১, তাং- ০৪/১১/২০২৫ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Reporter Name 























