
মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাঠপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে শামীম (১১) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শামীম ওই গ্রামের হারান আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় শামীমকে একটি বিষধর সাপ কামড়ে দেয়। ঘুমন্ত অবস্থায় থাকার কারণে কামড়ের বিষয়টি সে বুঝতে পারেনি। ফলে বিষ দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ে।
পরিবার ও এলাকাবাসী জানায়, রাতে কেউই সাপের কামড়ের বিষয়টি টের পাননি। সকালে শামীমের অবস্থার অবনতি হলে বিষ ঝাড়ানোর মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোনো কাজ না হলে তাকে দ্রুত গাংনী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।চিকিৎসকরা ধারণা করছেন, সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ করা গেলে হয়তো শামীমকে বাঁচানো সম্ভব হতো।
এই ঘটনার পর করমদি মাঠপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শামীমের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।২ নং তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে আছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
Reporter Name 

















