
নুরুল আলম, কক্সবাজার বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের হ্নীলার একটি ব্রীজের নিচ থেকে মোহাম্মদ ইউনুস সিকদার নামের এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস সিকদার মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণ গিয়েছিলেন বলে পুলিশ, নিহতের স্বজনরা নিশ্চিত করেছেন।
বুধবার সকাল ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর। নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেরে ইউপি সদস্য ছিলেন। এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি।পাশাপাশি সাবরাং এলাকাবাসী জানান ইউনুস মেম্বারে পরিবার থেকে ৭০লক্ষ টাকা দাবি করেছে। টাকা না দিলে ইউনুস মেম্বারে লাশ পাবেন।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, ব্রীজের নীচে পানিতে ভাসমান অবস্থায় একজন পুরুষের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে উপরে তুলে সনাক্ত করে নিহতের নাম মোহাম্মদ ইউনুস সিকদার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গ পাঠিয়েছে
Reporter Name 

















