
মোজাম্মেল হোসাইন, স্টাফ রিপোর্টার
ঢাকা ১৯ আসনে বিএনপি থেকে মনোনীত প্রাথী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর সাভার ব্যাংক কলোনি নিজ বাস ভবনে পাথালিয়া ইউনিয়ন বিএনপি কর্মীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। এসময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইন উদ্দিন বিল্টু, সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবদুর রহমান বাবুল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোলায়মান দেওয়ান, সালাম মেম্বার, মোহাম্মদ আলী দেলোয়ার হোসেন ইদ্রিস, রামানন্দ সরকারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে বাছেদ দেওয়ান বলেন, আমরা পাথালিয়া ইউনিয়ন বিএনপি ইস্পাত কঠিনের ন্যায় ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের নিজেদের সকল ভেদাভেদ ভুলে মতপার্থক্য দুরে ঠেলে দিয়ে ধানের শীষ প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করতে মাঠে নেমে পড়েছি। ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিগত ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীককে যেভাবে বিপুল ভোটে বিজয়ী করেছি, এবার তারচেয়ে বেশী ভোটে আপনাকে বিজয়ী করবো।
এছাড়া তিনি আরও বলেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির ঘাঁটি ছিলো, আছে এবং থাকবে। আমরা দীর্ঘদিন ধরে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষের নিকট পৌঁছে দিয়েছি এবং সাধারণ জনগণের নিকট ব্যাপক সাড়া পেয়েছি। আজ থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চাইবো। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের সময় কেউ ভোট দিতে পারেনি, তাই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে নারী,বৃদ্ধ এবং তরুণরা ধানের শীষ মার্কায় ভোট দিতে উচ্ছাস প্রকাশ করছে। বৃদ্ধরা বলছে, আমাদের জীবন সায়াহ্নে জীবনের শেষ ভোটটি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মরতে চাই।
Reporter Name 



















