Dhaka 11:04 pm, Sunday, 9 November 2025

ধর্মীয় অণুভূতিতে আঘাত, বিতর্কিত তরুণী আটক

  • Reporter Name
  • Update Time : 05:09:29 am, Sunday, 9 November 2025
  • 93 Time View

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কোটিরগাঁও গ্রামের ফাবিহা আক্তার(২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে রাসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ছয় বছর পরে হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

ধর্মীয় অণুভূতিতে আঘাত, বিতর্কিত তরুণী আটক

Update Time : 05:09:29 am, Sunday, 9 November 2025

সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কোটিরগাঁও গ্রামের ফাবিহা আক্তার(২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে রাসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।