মধ্যনগরে শহীদ আয়াতুল্লাহর পরিবারে আর্থিক অনুদান মধ্যনগর প্রতিনিধি শ্যামল সরকার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা গ্রামের বাসিন্দা ও বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত শহীদ মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (২১আগস্ট) বেলা ১২টার দিকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের কক্ষে নিহত আয়াতুল্লাহর বাবা কৃষক মোঃ সিরাজুল ইসলামের কাছে মধ্যনগর উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ এক লাখ টাকার চেক হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা নির্বাহী প্রশাসক জনাব অতীশ দর্শী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, নিহতের বড় ভাই সোহাগ মিয়া প্রমুখ। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. আয়াতুল্লাহ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। গাজীপুরের সফিপুর আনসার একাডেমির সামনে গত ৫আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণমিছিলে অংশ নিয়ে তিনি নিখোঁজ হন। ১৬আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের সহায়তায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর লাশ সনাক্ত করেন তাঁর বড় ভাই সোহাগ মিয়া (৩২)। পরে ১৭ আগস্ট বিকেলে হাসপাতাল থেকে লাশ বুঝে পায় পরিবার। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার উব্দাথালী নদীর ওপর নির্মাণাধীন সেতুর ওপর জানাজা শেষে রাত আড়াইটার দিকে নিজ গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। উপজেলা প্রশাসক অতীশ দর্শী চাকমা বলেন, ওই পরিবারটি খুবই দরিদ্র হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।#
Design & Developed by: BD IT HOST