আগামী ১২ তারিখ সারাদিন ভোট বিপ্লবের ডাক দিন নৌকা মার্কায় ভোট দিন
কামরুল ইসলাম
প্রিয় মাহবুব ভাইয়ের অতি প্রিয় কক্সবাজারের পৌরসভার ভোটযোদ্ধা জনগন আপনাদের ভোটযোদ্ধা বলছি এর কারণ, আগামী ১২ জুন দেশের ইতিহাসে একটি ভোট বিপ্লব ঘটানোর দায়িত্বটা এখন কক্সবাজার পৌরসভা বাসীর কাঁধে।
একটা কথা মাহবুব ভাইয়ের পক্ষ থেকে আপনাদের বলবো, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তরুণ ভোটারদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলতে চাই কথাটা হচ্ছে “ভোট কেন্দ্রে উপস্থিতি, পাল্টে দিবে পরিস্থিতি”;
আর তাই আপনারা যারা তরুণ ভোটার আছেন, আর যারা জীবনের প্রথম ভোটার হয়ে ভোট দিতে যাবেন; আপনাদের কাঁধে দায়িত্বটা বর্তাচ্ছে সবচেয়ে বেশি। আপনারা নিজেরা যেমন ভোট দিতে যাবেন, ঠিক তেমনি আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। এটাই হবে ১২ জুন কক্সবাজারের পৌরসভার ভোট বিপ্লব।
ভয় কে জয় করে আপনারা সবাই জানিয়ে দিন নিজেদের সাহসিকতা আর অস্তিত্বের জানান দিন।
মাবু ভাই সবাইকে সম্মান দিতে জানে, আপনারা সবাই সম্মান পাবেন।