আজ মেহমান খানা’র ৮৯ তম সপ্তাহ পালিত হলো বালিয়াডাঙ্গী উপজেলা

(আব্দুল কাদের ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি )

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিনামূল্যে পেটভরে খেতে পারেন গরীব ও অসহায় মানুষের আজ শুক্রবার (০৫/০৫/২০২৩) জুম্মার নামাজের পর প্রতি সপ্তাহের ন্যায় আজও ভালভাবে মেহমানদারী সম্পন্ন হলো।
উদ্যোক্তা সাংবাদিক হারুন অর রশিদ এর নিরলস প্রচেষ্টায় সকলের সহযোগীতা এবং কিছু স্বেচ্ছাসেবীর বিনা পারিশ্রমিকের সহযোগীতায় এই মেহমানা খানা দিন দিন প্রসার লাভ করছে।

এখন এই মেহমান খানা সকলের আস্থার মেহমান খানায় রুপান্তরিত হচ্ছে।

মেহমান খানায় প্রতিদিনের ন্যয় অনেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ণশা করছি আপনারা সহযোগীতা হাত বাড়িয়ে দিবেন। আপনার অনুদানে এলাকার গরীব অসহায় মানুষ সাপ্তাহিক একবেলা ভাল খাবার পাবে।
সর্বপরি আপনাদের সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।

হারুন রশীদ বলেন এই সমাজের
সকল মানুষেরা সব জেলায় ও উপজেলা একটি করে মেহমান খানা হয়তো তাহলে গরীব ও অসহায় মানুষেরা পেট ভরে খেতে পারতো তাই সকল কে আবারো এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *