আনোয়ারা থানায় ডাকাত সহ অস্ত্র আটক

কামরুল ইসলাম চট্টগ্রাম

আনোয়ারায় অস্ত্রসহ ফের ডাকাত আলী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় হাজিগাঁও দেয়াং পাহাড় থেকে ফের ডাকাত মোহাম্মদ আলীকে (৪৯) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি,দুইটি কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।
বুধবার (৭ জুন) বিকালে দেয়া পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ডাকাত মো. আলী দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও ডাকাতি, দস্যুতা ও মাদক ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে। দেয়াং পাহাড় এলাকায় তার একটি ডাকাত দলও ছিল একসময়। তার একটি অস্ত্রের ভাণ্ডারও রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনের একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি, দুইটি কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *