আশাশুনি প্রেসক্লাবে এসকে হাসান সাধারণ সম্পাদক
নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
মোঃ রফিকুল ইসলাম আশাশুনি
আশাশুনি প্রেস ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস কে হাসান আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নিজ এলাকা কুল্যার মোড়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুল্যার মোড় মোটরসাইকেল চালক সমিতির উদ্যোগে রবিবার বিকালে কুল্যার মোড় টু বাঁকা সড়কে এক আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। কুল্যার মোড় মোটরসাইকেল চালক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মনি, সদস্য নাসির উদ্দিন, রানা আহমেদ, আনার আলী সরদার, আল আমিন হোসেন, পলাশ হোসেন, মিজানুর রহমান, রিপন সাহাজি, শহিদুল ইসলাম, ব্যবসায়ী তারিকুল ইসলাম প্রমুখ।