ইসলামপুরে জাতীয় শোক দিবস পালন
শরিফ মিয়া (জামালপুর)প্রতিনিধি:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস।স্বাধীনতার স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(১৫আগস্ট)ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে উপজেলা প্রশাসন আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। দিবসটিতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,দোয়া-মিলাদ মাহফিল, র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস। বক্তব্য রাখেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, জামালপুর জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনুজ্জামান শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হকসহ আরো অনেক।