ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে মহিলা এমপি উদ্যেগে জাতীয় শোক দিবসে কাঙ্গালি ভোজ

হাসর আলী ইসলামপুর প্রতিনিধিঃ
আগস্ট ১৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাসর আলী ইসলামপুর প্রতিনিধিঃ

জামালপুরে ইসলামপুরে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানসহ তার পরিবারের সকল সদস্যদের হত্যার প্রতিবাদ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কাঙ্গালি ভোজ ও আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থী। জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন বারের মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান এক মঞ্চে বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল উপস্থিত ছিলেন। জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা’র উদ্যোগে বুধবার(১৬আগস্ট) পৌর সভা মাঠ প্রঙ্গনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভা বক্তব্য রাখেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র আব্দুল কাদের সেখ, জেলা আওয়ামী লীগের সদস্যে এসএম শাহিনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি শেষে বক্তব্য বলেন,আমরা তিনজন এক হয়ে এক সাথে কাজ করবো। পরে ১৫ আগস্টে সাহাদত বরণকারী বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও তাঁর পরিবারের সদ্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ওবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST