ঢাকাTuesday , 25 April 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

ঈদের খুশী শেষ হতে না হতে সড়ক দূর্ঘটনায় বিদায় নিলেন রকি

Link Copied!

ঈদের খুশী শেষ হতে না হতে সড়ক দূর্ঘটনায় বিদায় নিলেন রকি

কামরুল ইসলাম

দের খুশী শেষ হতে না হতে সড়ক দূর্ঘটনায় বিদায় নিলেন রকি

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন রকি (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মুন্না নামে গুরুতর আহত আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার ( ২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সড়কের শনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন। নিহত ইমরান হোসেন রকি ওই উপজেলার ৬ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
নিহতের চাচাতো ভাই দেলোয়ার বলেন, বন্ধুদের সাথে বাঁশখালী সমুদ্র সৈকতে রকি আর মুন্না ঘুরতে যাওয়ার পথে শনখোলা এলাকায় অন্য একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে মুন্নাদের বাইককে ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রকির মৃত্যু হয় ও মুন্না আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST