এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
আব্দুল কাদের ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি’২৩ এর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদায়ীদের দোয়া মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।
আজ দুপুরে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন,পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম,আব্দুল হাকিম ও পয়দুর রহমান প্রমুখ।
শেষে সকল পরীক্ষাথীদের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক পয়দুর রহমান।