কালাইয়ের মডেল মসজিদে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩”, ১১ জুন, রবিবার সকাল ১১ টায় জয়পুরহাট জেলা পর্যায়, কালাই উপজেলা মডেল মসজিদে, পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ এর সভাপতিত্বে ও এডমিন নভোটাচ হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিঃ এর হাফেজ আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। হিফজুল কুরআন এর ক্বিরাত প্রতিযোগিতায় ১ম হয়েছেন হাফেজ মোঃ মাহমুদুল হাসান সিফাত, ২য় হয়েছেন হাফেজ মোঃ তানজিল এবং ৩য় হয়েছেন আইমান মামুন।প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে ছিলেন তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ আলহাজ মাওলানা গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই এর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রউফ। অতিথির বক্তব্য দেন দৈনিক মানবাধিকার প্রতিদিন, দৈনিক মুক্ত সকাল এবং অনলাইন পত্রিকা সিআইএনএন এর সাংবাদিক মোঃ সামিউল হক সায়িম প্রমুখ।
এসময় অতিথি এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ গোলাম রব্বানী, কালাই এর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জিন মাওলানা মোঃ আশরাফুল ইসলাম, কালাই উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের, মডেল রিসোর্স সেন্টারের মডেল কেয়ারটেকার মোঃ শাহজাহান আলী মোল্লা এবং রিসোর্স সেন্টারের সানোয়ার হোসেন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, হাফেজ ও সুধীমহল।