কালাইয়ের মডেল মসজিদের মোয়াজ্জিমের মনোমুগ্ধকর আযানে মুসল্লি বৃদ্ধি পাচ্ছে

স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম

বগুড়া জেলার গাবতলী থানার মিরপুর গ্রামের মৃত জমসেদ প্রামাণিক ও মোছাঃ ওমেদা বিবির সন্তান মোঃ আশরাফুল ইসলাম, বর্তমানে জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সুযোগ্য ও দক্ষ একজন মোয়াজ্জিম।

মোয়াজ্জিম হিসাবে উপজেলা মডেল মসজিদে, তাঁর কণ্ঠের আযানে গোটা কালাইবাসী মুগ্ধ। তাঁর জন্য কালাইবাসী আল্লাহর কাছে দোয়া করেন। যেন তাঁর কণ্ঠে আল্লাহ আরো মধুর সুর দান করেন। তাঁর মনোমুগ্ধকর আযানে মসজিদটির অনেক মুসল্লি বৃদ্ধি পেয়েছে। তাঁর এই আযানের সুর যেনো সবসময় থাকে, মুসল্লিরা আল্লাহর কাছে সেই দোয়াই করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *