ঢাকাSaturday , 10 June 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ের শ্রমিক শরিফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

Link Copied!

কালাইয়ের শ্রমিক শরিফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির নিরাপত্তার জন্য বেড়ার চারপাশে লাগানো বৈদ্যুতিক লাইনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাই পৌরসভার আকন্দপাড়া মহল্লার মৃত ফজলে আকন্দের ছেলে, শরিফুল ইসলাম (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ১০ জুন, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ঐ মহল্লার মৃত ছানাউল ইসলামের ছেলে কিনামউদ্দীন বৈদ্যুতিক লাইনের জি আই তার বাড়ির চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিয়ে রাখেন। রাতে কেউ যেন তাঁর আমগাছ থেকে আম চুরি এবং তাঁর বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে, সেই কারণে তিনি এ ব্যবস্থা করে রাখেন। কিন্তু শরিফুল ইসলাম কাজের মজুরির টাকার জন্য কিনামউদ্দীনের বাড়িতে গেলে বৈদ্যুতিক লাইনের জিআই তারের সঙ্গে জড়ালে, তার মৃত্যু হয়। এই ঘটনায় বাড়ির মালিক কিনামউদ্দীন পলাতক রয়েছেন।

কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, মৃতব্যক্তিটির ময়নাতদন্ত হয়েছে। এই খবর লেখার সময় পর্যন্ত দাফনের প্রক্রিয়া চলছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST