ঢাকাWednesday , 14 June 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ এর সেমিনার

Link Copied!

কালাইয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ এর সেমিনার

স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম

জয়পুরহাট এর জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে, “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ এর তাৎপর্য উল্লেখপূর্বক আইনগত সহায়তা বিষয়ে
জনসাধারণকে উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার, ১৪ জুন, বুধবার বিকাল ৪ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ছিলেন জয়পুরহাট এর জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা দায়রা জজ এর মাননীয় চেয়ারম্যান মোঃ নূর ইসলাম। সেমিনারটিতে বক্তব্য রাখেন জয়পুরহাট এর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, কালাই এর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, জয়পুরহাট এর জেলা পরিষদ সদস্য মিসেস রত্না রশীদ, ব্র্যাককর্মী মোছাঃ খাদিজা খাতুন প্রমুখ।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন কালাই ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ধজেন্দ্রনাথ, বীর মুক্তিযোদ্ধা বাবু শ্রী মণীশ চৌধুরী, সরকারি আজিজুল হক কলেজ এর মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম, কালাই
এর উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় প্রমুখ।

সেমিনারটিতে কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা সাবানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীনসহ
উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, পৌরসবার কাউন্সিলরবৃন্দ, নিকাহ রেজিস্টারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সচিবগণ ও কমিটির সকল সদস্য, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST