![](https://dainikmanobadhikarprotidin.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কালাইয়ে রনির বজ্রপাতে মৃত্যু
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
জয়পুরহাট জেলার কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে রনি (২৪) গত ১৬ জুন, শুক্রবার রাত ১০টায় পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে বজ্রপাতে নিহত হোন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার পুনট বাজারে এক ভুষিমালের দোকানে কাজ করতেন রনি মিয়া। কাজ শেষে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য বাহির হলে, পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। পরবর্তীতে স্থানীয়রা রনির মরদেহ দেখতে পেয়ে রনির বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান। এই ব্যাপারে কালাই থানায় অবহিত করা হয়েছে।