ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চান্দিনায় ছিনতাইসহ হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

এ কে এম আজাদ মোঃ হাসান বিশেষ প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চান্দিনায় ছিনতাইসহ হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

এ কে এম আজাদ মোঃ হাসান
বিশেষ প্রতিনিধি

কুমিল্লা জেলা চান্দিনা থানা পুলিশ ছিনতাইসহ হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন, সুত্র চান্দিনা থানা মামলা ন; ০৫ তা; ০৭/ ০২/ ২০২৪ ই; ধারা ৩৯৪/ ৩০২/ ৩৪ পিসি।

ভিকটিম আব্দুল কুদ্দুস ( ৫২ ) পিতা মৃত- মোহর আলী ও ভিকটিম মো: জসিম উদ্দিন ( ৪৪ ) উভয় সং ক;গাই , থানা চান্দিনা,জেলা কুমিল্লা, গত ০৬/০২/২০২৪ ই; তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকা হইতে রাত্র অনুমান ০৪.০০ ঘটিকার মধ্যে যেকোনো সময়, ভ্যানে করিয়া পরচঙ্গা বাজারে মাছ আনার জন্য রওনা করে, ঘটনাস্থল গল্লাই ইউনিয়নের অন্তর্গত কেশেরা গরুবাজার সংলগ্ন, পচঙ্গা হইতে কংগ্রাই গামী পাকা রাস্তার উপর পৌছালে, অজ্ঞাতনামা ৪ জন বিবাদী ভিকটিমদয় কে পথ রোধ করে, ভিকটিম মোঃ জসিম উদ্দিন ( ৪৪ ) কে কাটা রক্তাক্ত জখম ও ভিকটিম আব্দুল কুদ্দুস ৫২ কে একটি ধারালো অস্ত্র দ্বারা তার বুকের মধ্যখানে ঘাই মারিয়া হত্যা করে,

আসামিরা ভিকটিমদের সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে ঘটনাস্থল হইতে পালিয়ে যায়, পরবর্তীতে ভিকটিমের আব্দুল কুদ্দুস ৫২ এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,

মামলাটি এস আই ( নি:) সৈকত দাস গুপ্ত তদন্ত করেন,

গত ০৬/০৪/২০২৪ ই; তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার এর নির্দেশে এব; দাউদকান্দি সার্কেল সহযোগিতায়, অফিসার ইনচার্জ চান্দিনা থানা আহমেদ সনজুর মোরশেদ পিপিএম এর নেতৃত্বে,

পুলিশ পরিদর্শক ( তদন্ত ) সঞ্জয় কুমার সরকার, এস আই ( নি:) সৈকত দাস গুপ্ত, এস আই ( নি:) ডি এম এ মজিদ, এস আই ( নি:) নোমান হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এব; তথ্যপ্রযুক্তি সহায়তায়,

মামলার আসামী মো: সোহেল প্রকাশ মুন্না ৩৫, পিতা – মো: মফিজ মিয়া, সা; হাশিমপুর চান্দিনা, হাসিমপুর এলাকা হইতে গ্রেফতার করে, তার নিকট হইতে বাটন ফোন মোবাইলটি উদ্ধার করা হয়,

উক্ত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী করেন বিজ্ঞ আদালতে, এব; তার সহযোগী আসামি মো: বাবু ভূঁইয়া ২৬ পিতা- আ: লতিফ সা; জিয়ারকান্দি,থানা- তিতাস, আবু রায়হান ১৯ পিতা- মো: আমির আলী সা; হাশিমপুর থানা-চান্দিনা, মো: রুবেল ২৮ পিতা মো: ফারুক সা; দক্ষিন গাজিপুর, মো: শাহজালাল ৩০ পিতা- বকুল মিয়া সা; বাহাদুরখোলা উভয় থানা দাউদকান্দি,

পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে একটি বাটন ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ পিকাপ গাড়ী এব; আসামিয়া আবু রায়হানের নিকট হইতে, ছিনতাই কাজে ব্যবহৃত ০১ সুইচ গিয়ার চাকু উদ্ধার করেন,

সকল আসামীগন বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে, স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST