ঢাকাThursday , 27 July 2023
  1. অপরাধ
  2. অভিনন্দন
  3. অর্থনীতি
  4. আইন ও বিচার
  5. আক্রান্ত
  6. আটক
  7. আত্মহত্যা
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আর্থিক সহোযোগিতা
  11. আলোচনা সভা
  12. আহত
  13. ইফতার মাহফিল
  14. কৃষি বার্তা
  15. খুন
আজকের সর্বশেষ সবখবর

কোতোয়ালি থানায় মোবাইল চোরের গডফাদার আটক

Link Copied!

কোতোয়ালি থানায় মোবাইল চোরের গডফাদার আটক

কামরুল ইসলাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের প্রধান মো. মেহেরাজকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল উদ্ধার করেন পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় স্টেশন রোড ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, রাতে টহল ডিউটি করার সময় স্টেশন রোড ফুটওভার ব্রিজের নিচ থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মেহেরাজ জানায়, নগরীর বিভিন্ন এলাকায় চুরি এবং ছিনতাই যাওয়া মোবাইলগুলো স্বল্পদামে চোরদের কাছ থেকে কিনে বেশি দামে বিক্রির জন্য ওই জায়গায় অবস্থান করছিল। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।