স্টাফ রিপোর্টার : হাবিবুর
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিয়া বেগম(৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখনো পর্যন্ত খুলনা মেডিকেল কলেজে ডেঙ্গু বিভাগে মোট ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান মোট ১৩। মৃত রিয়া বেগম পিরোজপুর জেলার বড় ভাই জোড়া এলাকার বাসিন্দা । তিনি গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুহাষ রঞ্জন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো যানান চলতি বছরে খুলনা মেডিকেল কলেজে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮১৯জন রোগী চিকিৎসা নিয়েছে।গত ২৪ ঘন্টায় হাসপাতালে ২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং একজন মারা গিয়েছে এখন পর্যন্ত হাসপাতালে ৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ।