ঢাকাTuesday , 20 June 2023
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

গলাচিপায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

Link Copied!

গলাচিপায় প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্যের ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

মোঃ কবির হাওলাদার
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সকালে ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক ও অভিভাবকদের জন্য পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার গজালিয়া ইউনিয়নের ইচাদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো : ফেরদৌস এর সঞ্চালনায় গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন স্কুল শিক্ষার্থীকে তরল দুধ পান করিয়ে ‘স্কুল মিল্ক ফিডিং’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন আল হেলাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সজল দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: মীর রেজাউল ইসলাম, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : হাবিবুর রহমান বিশ্বাস, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন রিয়াদ, ইচাদী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: আসমা বেগম। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে সারাদেশে ৩০০টি বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি চালু করা হবে। শুরুতে সারাদেশে ৫০টি স্কুলে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে। এর ধারাবাহিকতায় শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত দুধ পান করার মাধ্যমে পুষ্টির চাহিদা মেটাতে গলাচিপা উপজেলার একটি বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্যাকেটজাত পাস্তুরিত দুধ প্রদান করা হবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত এ প্রকল্প চালু থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST