গাইবান্ধা প্রতিনিধি মোঃউজ্জল সরকার
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত তিনদিনব্যাপী স্থানীয় সরকার মেলা আজ মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে।
মেলার সমাপনী উপলক্ষে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান প্রমুখ।
উল্লেখ্য, পৌর পার্কে আয়োজিত এ মেলায় জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভা, ইউনিয়ন পরিষদসহসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের 15 টি ষ্টল মেলায় স্থান পায়।