চট্টগ্রামে হাইওয়ে পুলিশ কর্তৃক ৭০০ পিস ইয়াবাসহ একব্যক্তি গ্রেফতার
কামরুল ইসলাম
অদ্য ২৩/০৬/২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ১৮.৪৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) খান মো: এরফান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন সাতকানিয়া থানাধীন কালিয়াইশ ইউপির ০৩ নং ওয়ার্ডস্থ উত্তর সাতকানিয়া জাফর আহাম্মদ ডিগ্রী কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর চট্টগ্রামমুখী “ঈগল” বাস নং-চট্টমেট্রো-জ-১১-২১১৭ এর–এফ-৪ সীটে বসা যাত্রী মোঃহুমায়ুন কবির (৪০), পিতা-মমতাজ উদ্দিন, মাতা-নাহারু বেগম, সাং-আক্তারিয়া পাড়া, মিঠুর বড় বাড়ি, আধুনগর ইউপি, থানা-লোহাগাড়া, চট্টগ্রাম’কে আটক করে তার পরনের প্যান্টের ডান পকেট হতে নীল এয়ারটাইট পলিব্যাগে ১৫০ পিস এবং হেডফোনের প্লাস্টিকের সাদা বক্সের ভিতর ৫৫০ পিস, সর্বমোচ ৭০০(সাতশত) পিস ইয়াবা উদ্ধারপুর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে লোহাগাড়া থানায় ১) লোহাগাড়া থানার এফআইআর নং-১০/২৩৭, তারিখ- ১২ নভেম্বর, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ২) লোহাগাড়া থানার এফআইআর নং-৩২ জিআর ১৯৮/১৭, তারিখ- ২০ মে, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন রুজু আছে।
আসামীর বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।