চতুর্থ বারের মতো নৌকার মাঝি হওয়ায় ফরিদুল হক খান এমপিকে ফুল দিয়ে বরণ

শরিফ মিয়া জামালপুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে। ইসলামপুরে আগমনে ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উন্নয়নের কর্মবীর ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয়কে দলীয় নেতাকর্মী ও উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।

মঙ্গলবার ২৮ (নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আসার পথে কয়েক হাজার নেতা কর্মী মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে তাদের প্রিয় নেতাকে এগিয়ে নিয়ে আসেন এবং থানা মোড় বটতলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আবারও নৌকার মনোনয়ন পেয়েছি। নির্বাচিত হতে পারলে উপজেলার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ সংগঠন এই সংগঠনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু একটি উপজেলায় একজন ব্যতীত দুজন প্রার্থী দেয়া সম্ভব না। তাই আসুন সবাই অতীতের রাগ অভিমান ভুলে, হাতে হাত-কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কাকে বিজয় করি।

এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়াসহ আরও অনেকে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *