ঢাকাSaturday , 1 June 2024
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ সফিউর রহমা CSO-এর “MERIT AWARD” প্রাপ্তি

Link Copied!

মোঃ কাওসার আলি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO US) এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কর্তৃক আয়োজিত পাঁচ দিন (মে ২৭ – ৩১, ২০২৪) ব্যাপি “International Symposium on Food Safety and Control ” -এ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের কৃতি সন্তান এবং বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (গ্রেড -৩) বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ সফিউর রহমান (জুয়েল) তার উল্লেখযোগ্য গবেষণার জন্য “MERIT AWARD” পান । উক্ত সিস্পোজিয়াম-এ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েকশত বিজ্ঞানী অংশ গ্রহণ করেন। সিস্পোজিয়াম সংক্রান্ত সকল তথ্য এই লিংকে পাওয়া যাবে (https://www.iaea.org/events/fsc-symposium-2024) ।
ড. মোঃ সফিউর রহমানের এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সকল শ্রেণীর মানুষ আনন্দিত ।

ড. মোঃ সফিউর রহমানের তার দীর্ঘ গবেষণা জীবনে তিনি বেশ কিছু অ্যাওয়ার্ড পান । উল্লেখ্য, B.Sc. (Hons) পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন । কানাডার Dalhousie University-তে Ph.D. গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ কানাডার Muslim Educational, Social and Knowledge Dissemination (MESK) থেকে তিনি “Outstanding Achievement Award-2014” পদক লাভ করেন। ডক্টর মোঃ সফিউর রহমান কে ২০২১ সালে গবেষণা (ISAT 2021) বিভাগে ভারতের ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং মেডিসিনের আন্তর্জাতিক বিজ্ঞানী পুরস্কারের জন্য সম্মানিত করা হয়েছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় বিগত ১৫ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ড. রহমান (CSO) কে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা, বাংলাদেশের শ্রেষ্ঠ গবেষক পুরস্কার (এক লক্ষ টাকা) ও সম্মাননা প্রদান করেন । পরবর্তীতে পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদান রাখায় বিগত ০৯-০৫-২০২৩ ইং তারিখে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত “ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার” প্রদান অনুষ্ঠানে প্রফেসর ড. মো. সফিউর রহমান কে বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয় । যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ের যৌথভাবে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রতি বছর প্রকাশ করে থাকে । বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত (প্রথমবার ২০২২ এবং দ্বিতীয়বার ২০২৩ সালে) স্থান পেয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সফিউর রহমান ।

তিনি ৮টি বিজ্ঞান বিষয়ক বইয়ের লেখক এবং অধিকাংশ বই আমেরিকা, ইংল্যান্ড ও জার্মানি থেকে প্রকাশিত । জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ১৮০-এর অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । তাছাড়া Google Scholar -এর ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ইং -এর তথ্যমতে তার ৬৪৮৭ এর অধিক Citation Score রয়েছে – যা বাংলাদেশ পরমানু শক্তি কমিশন সহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কর্মরত সকল বিজ্ঞানীদের মধ্যে সর্বাধিক Citation Score বলে তিনি দাবি করেন । প্রফেসর ড. মোঃ সফিউর রহমান কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, স্লোভাকিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (যেমন, UNDP, USGS, IAEA, BGS, JAICA, CAS ইত্যাদি) বিজ্ঞানীদের সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে ।

Design & Developed by: BD IT HOST