চেয়ারম্যান আনন্দ মহিলা ভাইস-চেয়ারম্যান অনিতা ও পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব বাবলু
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)
সাংবাদিকদের প্রবেশে বাঁধা,চিংড়ি প্রতিকের এজেন্টদের ঢুকতে না দেয়া সহ দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯৭টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়েছে।নির্বাচনে ২লক্ষ ৩১হাজার ৯১৩ জন ভোটারের মধ্যে ৭৯ হাজার ৯শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে ভোট কেন্দ্র গুলো তে ভোটার উপস্হিতি ছিল লক্ষনীয়।
বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্হিতি একে বারেই কমে যায় এবং অনেক কেন্দ্র ভোটার শূন্য দেখতে পাওয়া যায়। দুপুর ২টার পর থেকে ভোট কেন্দ্রে আবারো ভোটার উপস্হিতির সংখ্যা বাড়তে থাকে। চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস অভিযোগ করেন পৌরসভা,চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
এছাড়া রাড়ুলী ইউনিয়নে চিংড়ি মাছ প্রতিকের এজেন্ট ও কর্মী-সমর্থকদের প্রতিদ্বন্দ্বী মোটর প্রতিকের প্রার্থীর কর্মী সমর্থকরা শারিরিক ভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে ঘটনাস্হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্হিত হয়ে লাঠি চার্জ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে চাঁদখালী ইউনিয়নের ফতেপুর কেন্দ্রে সাংবাদিকরা তথ্য সংগ্রহে প্রবেশ করতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা এএসআই নাসির সাংবাদিকদের বাঁধা প্রদান করে। ঐ সময় সাংবাদকর্মী ও পুলিশের সাথে বাক-বিতন্ডা হয়।পরে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনির সদস্যবৃন্ধরা এসে পরিস্হিতি স্বাভাবিক করেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনন্দ মোহন বিশ্বাস ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অনিতা রানী মন্ডল ও পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব বাবলু।