জনগণের নিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ -রংপুরের পুলিশ সুপার
রংপুর ব্যুরো প্রধানঃ
রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী বলেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি দমন, মাদক প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। মানুষের জীবন সুন্দর ও নিরাপদ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত শনিবার বিকেলে হরিদেবপুর ইউনিয়ন পরিষদ ভবনে অস্থায়ী সদর কোতয়ালী থানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, পুলিশ জনতা ভাই ভাই সন্ত্রাসী, জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের জায়গা নাই। কারণ পুলিশ দায়িত্ব পালনকালে জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেয়ে আসছে। ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে পুলিশ দায়িত্ব পালন করবে। এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি সুশান্ত কুমার সরকার ও ওসি তদন্ত শাহিন আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।