জয়পুরহাটের কালাইয়ের মডেল মসজিদে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পশ্চিমপার্শ্বে ফাঁকা জায়গায় ০৬ জুন, বৃহস্পতিবার দুপুরে, উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ এর উদ্যোগে ফলদবৃক্ষ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রউফ প্রমুখ। বৃক্ষরোপণে সহায়তা করেন মডেল মসজিদের মোয়াজ্জিম মোঃ আশরাফুল ইসলাম এবং খাদেম এ এম রেজুয়ানুল শামীম।
উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদের এরকম উদ্যোগ নেওয়া দেখে, অন্যান্য মসজিদের ইমামগণও অনুরূপ কাজে উৎসাহিত হবেন বলে সচেতন মহল মনে করছেন।