জয়পুরহাটের কালাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন
স্টাফ রিপোর্টার: মোঃ সামিউল হক সায়িম
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিস এর আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে ৩০ সেপ্টেম্বর, শনিবার সকাল ১০ টায় “বিনিয়োগে অধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আতাউর এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন।
বক্তব্য দেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, জয়পুরহাট জেলা উপ পরিচালক লায়নুল নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে এ ব্যাপারে র্যালি অনুষ্ঠিত হয়।