জয়পুরহাটে প্রাইভেটকার – মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই উপজেলায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুর ১২ টায় ইটাখোলা – মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক কাওসার সরকার এবং তাঁর সহযাত্রী শেখ রিফাতকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন এবং রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত কাওসার সরকার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে।
তিনি ১ বছর বয়সী একজন কন্যা সন্তানের জনক। তাকে হারিয়ে তাঁর পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।
আর আহত শেখ রিফাত করিমপুর পূর্ব কুজাইল গ্রামের শেখ চঞ্চলের ছেলে ও ক্ষেতলালের সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের এইচএসসি-২০২৩ এর প্রাক্তন শিক্ষার্থী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ক্লাস মনিটর।
ক্ষেতলাল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন এবং কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী বলেন, ঘটনাস্থলটি কালাই থানার মধ্যে। নিহতের লাশ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আর
প্রাইভেটকারটি কালাই থানা পুলিশ উদ্ধার করেছে। তবে চালক পালিয়েছে। এই ঘটনায় আইনানুগ কার্যক্রম চলছে।