জয়পুরহাট কালাইয়ে হাজী ফাউন্ডেশন পুর্নমিলন ও অনুষ্ঠান দোয়া মাহফিল
মোঃ জাহিদুল ইসলাম জেলা জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা হাজী ফাউন্ডেশনের আয়োজনে ১২ই আগষ্ট ২০২৩ শনিবার সকাল ১০টার সময় কালাই পৌরসভা
এলাকা ৪ নম্বর ওয়ার্ড আঁওড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নানের বিশাল চাতালে উপজেলা হাজী ফাউন্ডেশন
কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মল্লিকের সভাপতিত্বে হাজী পুনর্মিলন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য
রাখেন উক্ত হাজী ফাউন্ডেশন কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মুনছুর আলী। হাজী ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব
সেকেন্দার আলী ও আলহাজ্ব আব্দুল খালেকের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে কোরআন ও হাদিছ থেকে আলেচনা
করেন জয়পুরহাট নুরুল হুদা কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মওলানা মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে থেকে
কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজের অধ্যক্ষ আলহাজ শাহ্তৰ্জান আলী,
কালাই উপজেলার আতাহার বামন গ্রাম দাখিল মাদ্রাসার সুপার আলহাজ মওলানা মাজেদুর রহামন, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী
আলহাজ আব্দুল মান্নান, মোয়ালেম আলহাজ শহিদুল ইসলাম ও আলহাজ মওলানা আব্দুস কুদ্দুস সহ আরো অনেকে, এ সময়
উপজেলার বিভিন্ন এলাকার হাজীগণ, সাংবাদিক গণ, অত্র হাজী পুনর্মিলন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে
ছিলেন পৌরসভা হাজী ফাউন্ডেশন কমিটি সভাপতি আলহাজ আমির উদ্দিন মাষ্টার।