ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অগ্নিকান্ড
  2. অনুষ্ঠান
  3. অপরাধ
  4. অবৈধ বালু উত্তোলন
  5. অভিনন্দন
  6. অভিযোগ
  7. অর্থনীতি
  8. আইন ও বিচার
  9. আওয়ামী লীগ
  10. আওয়ামী লীগে
  11. আক্রান্ত
  12. আটক
  13. আত্মহত্যা
  14. আদালত
  15. আনন্দ মিছিল

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনায় আখ উৎপাদনকারীদের মেধাবী ছেলে-মেয়েরা পেল শিক্ষাবৃত্তি

Link Copied!

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনায় আখ উৎপাদনকারীদের মেধাবী ছেলে-মেয়েরা পেল শিক্ষাবৃত্তি

মোঃ জাহিদুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনায় আখ উৎপাদনকারীদের ছেলে মেয়ে ৯০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করলেন৷

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক( ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও সরকারের যুগ্ন সচিব পুলক কান্তি বড়ুয়া সভাপতিত্ব করেন৷

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

কৃষি কর্মকর্তা ডিজিএম আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান ৷ কৃষিবিদ তারেক ফরহাদ (মহাব্যবস্থাপক) জয়পুরহাট চিনিকলের সভাপতি আলী আকতার,সা: সম্পাদক আহসান হাবীব রুমেল সহ আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ ৷ পরে আখচাষীদের ছেলেমেয়েদের হাতে (এক লাখ ৯৮ হাজার) টাকা উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়৷

জয়পুরহাট চিনিকলের আওতায় আখচাষীর মেধাবী ছেলে-মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৯ জন এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ৮১ জন শিক্ষার্থী রয়েছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান জানান, ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মাড়াই মৌসুমের শিক্ষা খাতের এই টাকা কেটে রাখা৷ চিনি উৎপাদনে সহায়তাকারী আখচাষী দের মেধাবী ছেলে -মেয়েদের মাঝে ওই শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST